চট্টগ্রামে ১৫ উপজেলায় ইউএনও দের নিরাপত্তায় আনসার মোতায়েন

    বাংলাদেশ মেইলঃঃ 

    চট্টগ্রামের ১৫ উপজেলা ইউএনও’দের নিরাপত্তার জন্য সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। এরমধ্যে ২ জন সশস্ত্র এবং ২ জন নিরস্ত্র।

    চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার দেওয়া হয়েছে। প্রতি ইউএনও’র নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন

    এ বিষয়ো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (কেপিআই) ফাতেমা তুজ জোহরা জানান, দেশের ইউএন অফিসগুলোতে ইতিমধ্যে ৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করা শুরু করেছেন