দলের একাংশের কাউন্সিল ঘোষণায় ক্ষুব্ধ ড. কামাল

    বাংলাদেশ মেইল ::

    দলের একাংশের কাউন্সিল ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি প্রশ্ন রেখে বলেছেন, কাউন্সিল ঘোষণার তারা কে? দলের বাইরে গিয়ে সভাপতি-সাধারণ সম্পাদককে ছাড়া অন্য কেউ বর্ধিত সভা ডাকার কোনো এখতিয়ার রাখে না উল্লেখ করে তিনি বলেন এটা তাদের এখতিয়ারে পড়ে না। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় ড. কামাল বলেন, তারা যা ইচ্ছা করুক। কাউন্সিল করার তারা কে? তারা কি কি নাম দিয়েছে। এগুলো তারা কোথা থেকে দিয়েছে সেটা আমার বোধগম্য নয়। দল থেকে বেরিয়ে যাওয়াদের বিরুদ্ধে গণফোরামের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, এই বিষয়ে আগামীকাল বসে আলাপ করবো। তারপর জানতে পারবেন। শনিবার গণফোরামের একাংশের নেতারা জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা করে ২৬ শে ডিসেম্বর দলের কাউন্সিল আহবান করেছেন।