ভারতে অর্ধকোটি ছাড়িয়েছে করোনা আক্রান্ত

    বাংলাদেশ মেইল ::

    ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন। এতে দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ২৫ হাজার ৪৩ জনে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৮২ হাজার ১২৪ জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন এক হাজার ২৯০ জন। এ খবর দিয়েছে এনডিটিভি।
    খবরে জানানো হয়েছে, ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখন পর্যন্ত দশ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

    সেখানে প্রতিদিন গড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ শনাক্ত হচ্ছে। এরপরই রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশ। ভারত সরকার জানিয়েছে, মোট আক্রান্তদের ৬০ ভাগেরও বেশি এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। একইসঙ্গে মৃতদের প্রায় সবাইই অন্যান্য নানা জটিলতায় ভুগছিলেন।