জাহাজ ফেরানোর পর তুরস্কের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত গ্রীসের

    বাংলাদেশ মেইল ::

    বিতর্কিত সমুদ্রাঞ্চল থেকে তুরস্কের জাহাজ সরিয়ে নেয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে গ্রীস। দেশটি জানিয়েছে, যদি তুরস্ক এভাবে এই সংকট থেকে নিজেকে সরিয়ে নিতে থাকে তাহলে আলোচনায় গ্রীসের কোনো সমস্যা নেই। গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, তুরস্কের হাতে এখনো সময় আছে। আগামী ২৪-২৫ তারিখ ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন বসতে যাচ্ছে। এরমধ্যেই তাদের সংকট থেকে পুরোপুরি বেড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
    খবরে জানানো হয়েছে, আসন্ন সম্মেলনের পূর্বেই ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে বৈঠক করেছেন গ্রীসের প্রধানমন্ত্রী। বৈঠকের জন্য দেশটির রাজধানী এথেন্সে আসেন মাইকেল। গত মাস ধরে দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে আছে।