লাদাখের আকাশে উড়ছে রাফালে জেট, মহড়া দাবি ভারতের

    বাংলাদেশ মেইল :: 

    সোমবার সকাল থেকে লাদাখের আকাশে উড়ছে রাফালে ফাইটার জেট। পাঁচমাস ধরে চলা ভারত-চীন সীমান্ত অসন্তোষের মধ্যে সদ্য ফ্রান্স থেকে কেনা এই বিমানবহরের লাদাখের আকাশে আনাগোনা বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ভারতীয় বিমানবাহিনী তড়িঘড়ি জানিয়েছে, নতুন কেনা ফাইটার জেট এর এটি পরীক্ষামূলক মহড়া। তার বেশি কিছু নয়। উল্লেখযোগ্য নতুন ফাইটার জেট গুলিকে দশ সেপ্টেম্বর ভারতীয় বিমানবাহিনীতে সামিল করা হয়েছে। গালওয়ান সংঘর্ষের পরই ভারত-চীন নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ এবং তেজস যুদ্ধবিমান নিয়মিত আকাশে উড়ছে। চিনুক এবং অ্যাপাচি হেলিকপটারও দেখা যাচ্ছে। কিন্তু নতুন কেনা রাফাল কেন লাদাখের আকাশে তাই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।।