পাকিস্তানে ফের রাজনৈতিক দ্বৈরথের পদধ্বনি!

    বাংলাদেশ মেইল ::

    দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্রুপদী উদাহরণ পাকিস্তানে বাড়ছে উত্তেজনা। ফের শোনা যাচ্ছে রাজনৈতিক দ্বৈরথের পদধ্বনি। সামনের দিনগুলোতে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের আভাস পাওয়া যাচ্ছে। কারণ, জোটবদ্ধ হয়ে সরকারের মুখোমুখি হচ্ছে প্রায়-সকল রাজনৈতিক দল। উদ্দেশ্য ক্ষমতার পালাবদল। মূল টার্গেট ইমরান খানকে গদি থেকে নামানো।
    বিরোধী দলগুলোর গড়া জোটের নাম দেয়া হয়েছে ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ (পিডিএম), যাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-নওয়াজ) যেমন আছে, তেমনই রয়েছে ভূট্টো পরিবারের নিয়ন্ত্রণাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাঞ্জাবভিত্তিক পিএমএল ও সিন্ধুভিত্তিক পিপিপি পাকিস্তানের রাজনীতিতে ক্ষমতার প্রধান দাবিদার ও চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, যারা এখন ইমরানের বিরুদ্ধে একাট্টা।
    চলতি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রায়-সবগুলো বিরোধী দল নিয়ে গঠিত জোট ইমরান-বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ কর্মসূচিও ঘোষণা করেছে।