জলবায়ু পরিবর্তন প্যারিস চুক্তি গ্রেটা থানবার্গ বৈশ্বিক উষ্ণায়ন ডিজিটাল ধর্মঘট

    বাংলাদেশ মেইল :: 

    বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল বিক্ষোভ পালন করেছে ২৪ জেলা থেকে ৩০টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

    বাংলাদেশে প্রথমবারের মতো, ১০ ঘণ্টা দীর্ঘ অনলাইন জলবায়ু ধর্মঘট ফেসবুকে লাইভ করা হয়েছে।

    সেইভ দ্য চিলড্রেন ও গ্রিন সেভারের সহায়তায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিজিটাল এ ধর্মঘট পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    এতে অংশ নেয়া শিক্ষার্থীরা গান, কবিতা, গল্প, নাচ, জোকস, বিতর্ক ও বক্তৃতার মাধ্যমে এ বিক্ষোভে সমর্থন জানিয়েছে।

    বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ ২০১৮ সালের এই দিনে সুইডিশ পার্লামেন্টের বাইরে ‘জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। তার আহ্বানে সাড়া দিয়ে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ ডিজিটাল ধর্মঘট পালন করা হয়।

    প্যারিস চুক্তি অনুসারে সুইডিশ সরকারকে কার্বন নিঃসরণ হ্রাস করার দাবি জানিয়েছিলেন গ্রেটা থানবার্গ। দেশটির সাধারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ৭ সেপ্টেম্বর ঘোষণা দিয়েছিলেন প্যারিস চুক্তিতে সুইডেন স্বাক্ষর না করা পর্যন্ত প্রতি শুক্রবার তিনি এ ধর্মঘট চালিয়ে যাবেন।