নগরীতে পাহাড় ধসের শঙ্কা, প্রস্তুত ১৯ আশ্রয় কেন্দ্র

    বাংলাদেশ মেইল :: 

    অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কায় ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পাহাড় ধ্বসে ঝুঁকি এড়াতেই নগরীর চাঁন্দগাও,বাকলিয়া,আগ্রাবাদ ও কাট্টলী এলাকায় এই আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা টিম।

    পাশাপাশি ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ রেলওয়ের মালিকানাধীন কনকর্ড গ্রুপকে লিজ দেয়া ফয়’স লেক সংলগ্ন অপদখলীয় অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার ১৬টি পাহাড়ের বাসিন্দারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য জোরদার মাইকিং কার্যক্রম অব্যাহতভাবে চালানো হচ্ছে।

    এছাড়া স্থানীয় মসজিদগুলো থেকেও মাইকিংয়ের মাধ্যমে লোকজনকে নিরাপদ অবস্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হচ্ছে। প্রতি ওয়াক্ত নামাজের আগে-পরে ও বৃষ্টির তীব্রতা অনুযায়ী মসজিদের মুয়াজ্জিনগণের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে আহ্বান করা হচ্ছে।

    এদিকে, করোনাভাইরাস সংক্রমণের কথা বিবেচনা করে আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় থাকার জন্য আশ্রয়কেন্দ্রের সংখ্যা এবার দ্বিগুণ করা হয়েছে। সরেজমিনে বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) গণের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মচারী এবং সিসিপি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে লোকজনকে অপসারণ করা হচ্ছে। তবে করোনার সংক্রমণ পরিস্থিতিতে অধিকাংশ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে লোকজন সরে গিয়ে তাদের নিকটবর্তী আত্মীয়স্বজনের বাসায় নিরাপদ আশ্রয় নিচ্ছে।

    আশ্রয়কেন্দ্র গুলো হলোঃ
    ১. পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়
    ২. কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্ব কলোনী, কৈবল্যধাম
    ৩. ফিরোজ শাহ কলোনী প্রাথমিক বিদ্যালয়। ফিরোজ শাহ হাউজিং এস্টেট, পাহাড়তলি, চট্টগ্রাম।
    ৪. বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, এইচ ব্লক, ফিরোজ শাহ হাউজিং এস্টেট
    ৫. চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ
    ৬. জালালাবাদ বাজার সংলগ্ন শেড
    ৭. রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়
    ৮. রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা
    ৯. মহানগর পাবলিক স্কুল
    ১০. আল হেরা মাদ্রাসা
    ১১. আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব
    ১২. আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
    ১৩. লালখানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়
    ১৪. এবাদ উল্লাহ পন্ডিত সরকারী প্রাথমিক বিদ্যালয়
    ১৫. শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
    ১৬. কলিম উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়
    ১৭. YWCA
    ১৮. শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়
    ১৯. মতিঝর্ণা ইউসেফ স্কুল