চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

    বাংলাদেশ মেইল ::  

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ (৩০ সেপ্টেম্ব)   চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ী নেওয়াজ হোটেলের মোড় সংলগ্ন সিটি কর্পোরেশনের মার্কেটের সামনে অবৈধভাবে স্তুপকৃত ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অপসারন করা হয়।

    এসময় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিটি রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত একটি ট্রান্সপোর্ট অফিসসহ ১০টি দোকান ও দোকনের বর্ধিত অংশ অপসারন করা হয়। একই অভিযানে জুবলী রোডস্থ শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের অভ্যন্তরে দোকানের সামনের করিডোর দখল করে পন্যসামগ্রী স্তুপ করে চলাচলের পথ সংকুচিত করার দায়ে মার্কেটের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৭,০০০/- টাকা সহ সর্বমোট ৭৭,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।