হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ফার্মেসীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

    বাংলাদেশ মেইল ::  

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাক্তারি যোগ্যতা অর্জন না করেই ডাক্তারি সাইনবোর্ড ও প্যাড ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়ার অপরাধে এক ফার্মেসী দোকানদারকে অর্থদণ্ড দিয়েছে হাটহাজারী ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহর নেতৃত্বে ও হাটহাজারী মডেল থানা পুলিশের সহযোগীতায় এসময় উপজেলার কাটিরহাট বাজারের শাহ আমানত ফার্মেসীর মালিক গিয়াসকে ৩০ হাজার টাকা জরিমানা সহ সাইনবোর্ড ধ্বংস করে দোকান সিলগালা করে দেওয়া হয়।

    এসময় ব্যবহৃত প্যাড,সার্টিফিকেট ও লাইসেন্স জব্দ করা হয়।
    এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, ডাঃ পদবি ব্যবহারের জন্য আইন অনুযায়ী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সনদ ছাড়া সাইনবোর্ডে ডাঃ পদবি ব্যবহার ও প্যাডে ডাঃ পদবি ব্যবহার করে সেবাগ্রহীতার সাথে প্রতারণার অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়।