একনেকে ১৬৬৮ কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্প অনুমোদন

    বাংলাদেশ মেইল ::

    ১ হাজার ৬৬৮ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ।
    আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ১২তম একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
    পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ।
    অনুমোদিত ৪টি প্রকল্পের মধ্যে ৫৬৬ কোটি টাকা ব্যয়ে যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন করবে সরকার। সাড়ে ৫শ’ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে মাদারীপুর, রাজবাড়ি ও শরীয়তপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণে অনুমদন দেয়া হয়েছে আড়াইশ কোটি টাকা। এছাড়া, বৈঠকে ৩০১ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অনুমোদন দেয়া হয়।