থাইল্যান্ডে বসবে পার্লামেন্টের বিশেষ অধিবেশন

    বাংলাদেশ মেইল ::

    জরুরি অবস্থা অমান্য করে চলমান প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে আগামী সপ্তাহে বিশেষ পার্লামেন্ট অধিবেশন বসছে থাইল্যান্ডে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান প্রায়ুত চান-ওচা’র মন্ত্রীপরিষদ এ সিদ্ধান্তে এসেছে। স্থানীয় দ্য নেশন’কে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই বিশেষ অধিবেশন বসবে সোম ও মঙ্গলবার। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। তিন মাসের বেশি সময় ধরে প্রায়ুত চান ওচার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভ থেকে যেমন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, তেমনি রাজা মাহা ভাজিরালংকর্নের রাজতন্ত্রের সংস্কার দাবি করা হয়েছে। এর পর থেকেই প্রধানমন্ত্রী  বলেছিলেন, তিনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন সমর্থন করেন। উল্লেখ্য, পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে।