প্রথম ধাপে ওমরা পালনকারীদের কেউই করোনা আক্রান্ত হননি

    বাংলাদেশ মেইল ::

    সৌদি আরবে ১ম ধাপে ওমরাহ পালন করেছে ১ লাখ ২৫ হাজার।  ওমরা পালনকারীদের কেউ করোনায় আক্রান্ত হয়নি। আরব নিউজ।

    সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বিতীয় ধাপে এখনো পর্যন্ত ৫৫ হাজার মানুষ ওনরাহ ও মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছেন। শনিবার ১ম ধাপের ওমরাহ শেষ হওয়ার পর গত রবিবার থেকে ২য় ধাপে ওমরাহ পালন শুরু হয়েছে।

    মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার সীমিত আকারে পালন করা হয়েছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরে সমস্ত জাতীয়তা থেকে সর্বোচ্চ ১০ হাজার মানুষ হজ্জের সুযোগ পান। তবে বহির্বিশ্ব থেকে হজ সফরে আসার কোন অনুমতি ছিল না।

    পূর্ণ হজকালীন সময়ের মতো ওমরা পালনকারীদের শারীরিক দূরত্ব পালন করতে হবে। প্রতিদিন স্বাস্থ্য অবস্থা পরীক্ষা পর্যবেক্ষণ করা হচ্ছে। ওমরা শেষে আইসোলেশনে থাকতে হবে।