নাজিরহাট বড় মাদ্রাসায় দিনভর উত্তেজনা

    বাংলাদেশ মেইল ::

    নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম নিয়োগে নতুন শুরা বৈঠকের পক্ষ বিপক্ষে অবস্থান নেয়া ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মাদ্রাসার ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানান,  মাওলানা ছলিম উল্লাহর ডাকা সংবাদ সম্মেলন নিয়ে মাদ্রাসায় উত্তেজনার সৃস্টি হয়। মাওলানা ছলিম উল্লাহ নিজেকে মুহতামিম দাবি করে আসছিলেন বিগত কয়েকমাস ধরে।

    নাজিরহাট বড় মাদ্রাসায় বিরোধী পক্ষের হস্তক্ষেপে পন্ড হয়েছে মাওলানা সেলিম উল্লাহর সংবাদ সম্মেলন। এসময় হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ি, বোতল মারামারির ঘটনা ঘটেছে। পরে ফটিকছড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    জানা গেছে, শনিবার দুপুরে নাজিরহাট বড় মাদ্রাসার বিতর্কিত মুহতামিম  মাওলানা সেলিম উল্লাহ একটি সংবাদ সম্মেলন আহবান করেন। যোহরের নামাজের পর সংবাদ সম্মেলনে জহুরুল হক চৌধুরী, রুহুল আমিন সওদাগর, ছাত্র ইছমাইল বক্তব্য রাখার সময়  শ্লোগান দিতে থাকে ছাত্ররা। এরপর মাওলানা সেলিম উল্লাহ মাইকে বার বার ঘোষনা দিয়েও ছাত্রদের শান্ত করতে পারেনি। এসময় ছাত্ররা চেয়ার, বোতল ছুড়াছুড়ি করে। বাঁশ হাতে এক পক্ষ আরেক পক্ষকে তাড়া করে। ইট পাটকেল ছুড়ে মারে।

    ঘটনার খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাওলানা সলিম উল্লাহ ও সংবাদ সম্মেলন আয়োজকদেরকে উপরে অফিস কক্ষে পৌঁছে দেন।

    তখন দুই দিকে দুই পক্ষ অবস্থান নিয়ে এক পক্ষ সুরা চাই, সুরা চাই এবং অপর পক্ষ সুরা হবেনা, সুরা হবেনা শ্লোগান দিতে থাকে। আগামী ২৮ অক্টোবর মাদ্রাসার শুরা বৈঠক হবার কথা রয়েছে।