সেশেলসে ৪৩ বছরে প্রথম রাষ্ট্রপতি পদে বিরোধীদের জয়

    বাংলাদেশ মেইল ::

    ১৯৭৭ সালের পর এই প্রথম কোনো বিরোধীদলীয় প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে সেশেলস। রোববার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। জয়ী ওয়াভেল রামকালাওয়ান জানিয়েছেন, নির্বাচিত হওয়ার পর তিনি এখন দেশের সর্বনিম্ন মজুরি বৃদ্ধি করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
    সেশেলস একটি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। পর্যটনই দেশটির অর্থনীতির মূলভিত্তি। ব্রহস্পতিবার থেকে শনিবার সেখানে জাতীয় নির্বাচন চলে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এতে ৫৫ শতাংশ ভোট পেয়েছেন বিজয়ী রামকালাওয়ান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির প্রেসিডেন্ট ড্যানি ফাউরি।

    তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশন এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচিত হওয়ার পর রামকালাওয়ান প্রতিশ্রুতি দিয়েছেন যে, সেশেলসের জন্য তিনি ফাউরির সঙ্গে মিলে কাজ করবেন।
    জয়ী হওয়ার পর একটি বক্তব্যে রামকালাওয়ান বলেন, ফাউরি আমার বন্ধু। নির্বাচনে তিনি হেরেছেন মানে এই না যে মাতৃভূমির জন্য তার অবদান মুছে গেছে। এই নির্বাচনে কেউ হারেনি, কেউ জয়ী হয়নি। বক্তব্য দেয়ার সময় তার সঙ্গেই ছিলেন ফাউরি।