নৌবাহিনীর কর্মকর্তা মারধরের ঘটনায়
    হাজী সেলিমের ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

    বাংলাদেশ মেইল ::

    নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন লেফটেন্যান্ট ওয়াসিফ।

    মামলার অন্য আসামিরা হলেন ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিক দীপু, জাহিদ ও মিজানুর রহমান। ইতোমধ্যে হাজী সেলিমের গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল রাতে ধানমন্ডিতে সাংসদ হাজি সেলিমের গাড়ির সাথে লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করে। এসময় গাড়িতে হাজী সেলিম না থাকলেও ছিলেন তার ছেলে ইরফান সেলিম। পরে ঘটনাস্থলে লোকজন জমে গেলে সাংসদের গাড়ি ফেলে মারধরকারীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

    এই ঘটনায় প্রথমে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি এবং পরে মামলা করেন লেফটেন্যান্ট ওয়াসিফ।