বাংলাদেশ মেইল ::
চট্টগ্রামের শাহ আমানত সংযোগ সড়ক এলাকা থেকে ত্রিশ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার দুপুরে ট্রাকে করে ইয়াবাগুলো নগরীতে আনার সময় ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন ট্রাকের চালক ও সহকারী বলে জানিয়েছেন র্যাব-৭ অপারেশন অফিসার মাসুকুর রহমান।
চট্টগ্রামের শাহ আমানত সংযোগ সেতু এলাকায় ট্রাকে করে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে ট্রাকটিকে থামানো হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রামের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।