চমেকের ক্যান্টিন সংশ্লিষ্ট চারটি ব্যাংক হিসাবে থাকা ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জব্দ করেছে দুদক

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যান্টিনের সাথে সংশ্লিষ্ট চারটি ব্যাংক হিসাবে থাকা ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৯ নভেম্বর) দুপুরে  বিষয়টি জানান দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজের একটি সুত্র জানায় , দীর্ঘদিন ধরে হাসপাতাল সংলগ্ন এলাকা বিভিন্ন দোকান , খাবার হোটেল পরিচালিত হয়ে আসছে নিয়ম না মেনেই । সরকারী বিদ্যুত দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হলেও ইজারাদাররা কোন ধরনের বিল পরিশোধ করে না । বিভিন্ন সমিতির নামে প্রতিষ্ঠানগুলো নাম মাত্র ইজারা মুল্যে ব্যবসা পরিচালনা করে আসছে । এক্ষেত্রে কখনোই ওটিম ( ওপেন টেন্ডার মেথর্ট ) অনুসরন করা হয়নি । তৃতীয় শ্রেণি কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকফ এবং নার্সিং কল্যাণ তহবিলের হিসাবে স্বচ্চতা নেই ।

    কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম তদন্ত করছে দুদক। গত ২৫ ও ২৬ নভেম্বর চমেক হাসপাতালের সাবেক উপপরিচালক ও রক্ত পরিসঞ্চালন বিভাগের এক চিকিৎসকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।