এফডিএর গতি নিয়ে প্রশ্ন, ড. ফাউচির সতর্কতা

    বাংলাদেশ মেইল ::

    যুক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বাড়ছে মৃতের সংখ্যাও। থ্যাংকস গিভিং উপলক্ষে লাখ লাখ মানুষ সফর করে থাকেন। এ অবস্থার মধ্যে এই সফরকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, থ্যাংকস গিভিংয়ের ফলে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের ওপর আরো বেশি মানুষ আক্রান্ত হবে। কোভিড ট্রাকিং প্রজেক্ট শনিবার রাতে রিপোর্ট করেছে যে, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১১ হাজার মানুষ। মারা গেছেন ২৪৪৫ জন। যুক্তরাষ্ট্রে এখন হাসপাতালে ভর্তি আছেন করোনায় আক্রান্ত এক লাখ এক হাজার ১৯০ জন।