নিলুফা ইয়াসমিন জয়িতার কবিতা গুচ্ছ

    #কবিতাগুচ্ছ
    নিলুফা ইয়াসমিন জয়িতা
    **
    বিষন্নতা ছুঁয়ে যায় সন্ধ্যাকে
    আকাশ ছুঁয়ে থাকে দিগন্তকে।
    সাগরের গভীরতা নাকি তোমার একাকীত্ব?
    হালখাতার পাতায় পাতায় হারাই তোমাকে –
    কিংবা এই আমাকে।
    শূন্যতার বিবর্ণ ছায়ামেঘে!!

    **
    মেঘ – পিওনেরা নটরাজ আজ
    আঁধারের ময়ূর আলোর পেখম মেলে —
    ভালবাসায় মুখর ধরিত্রির অবয়ব।।
    ***
    বিষাদকে ছুঁয়ে ছুঁয়ে আমি ভোরের আলো দেখি..
    নতুন জাগরণে মিথ্যেকে সত্যি ভাবি।
    একদিন দেখো সত্যের আবরণ ডিমের খোলস নয় লোহিত চাদরে জড়াবে –
    তখন কেবল ভালবাসাবাসির সুরে মাতাল হবে ধরিত্রির প্রতিটি রাত – দিন দিন প্রতিদিন অনুক্ষণ।