পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলে বাধা, সংঘর্ষ

    বাংলাদেশ মেইল ::

    রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
    জুমার নামাজ শেষে মুসল্লিদের একটি অংশ বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বেরিয়ে যায়। আরেকটি অংশ মসজিদের সিঁড়ির ওপর অবস্থান নেয়। পরে পুলিশের বিশেষ শাখার একজন সদস্য মুসল্লিদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিলে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর মিছিল নিয়ে উত্তর গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
    বেলা সোয়া দুইটার দিকে মুসল্লিরা সড়কে বেরিয়ে আসেন। এ সময় ব্যারিকেড ভেঙে তারা পল্টনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান ।

    তখনই পুলিশ লাঠিচার্জ করে।
    পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক সাংবাদিকদের জানান, অনুমতি ছাড়া যোকোনো কর্মসূচিতে নিষেধাজ্ঞা ছিল। জুমার নামাজ শেষে একদল মুসলিম বিক্ষোভ মিছিল বের করেছেন। তারা শাহবাগের দিকে যেতে চেয়েছেন। পুলিশ তাদেরকে পল্টন মোড়ে থামিয়ে দেয়।