আবহাওয়া বার্তা -৬ ই ডিসেম্বর ২০২০ রবিবার

     

    বাংলাদেশ মেইল—

    ভোরের দিকে নদী অববাহিকায় হালকা কুয়াশা থাকলেও আগামী রবিবার একটি ঝলমলে সকাল অপেক্ষা করছে। বাংলাদেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে
    বাতাসে অতিরিক্ত ধোয়া, কুয়াশা ও জলীয়বাষ্প থাকায় দেশের অধিকাংশ এলাকার আকাশে সূর্যের আলো অনেক ম্লান দেখা যাবে।
    বৃষ্টির সম্ভাবনা একেবারেই শূন্যর কোটায়।
    তবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় ধোঁয়াশাছন্ন থাকতে পারে।

    বায়ুপ্রবাহ দিনের বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রবাহিত হলেও
    তাপমাত্রা রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে বঙ্গোপসাগর এবং উত্তাল হবার সম্ভাবনা নেই। তাই নিশ্চিন্তে সমুদ্র ভ্রমনে যেতে পারেন।

    দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ সামান্য । দেশের উত্তর অঞ্চলের অনেক এলাকায় তেমন রোদের তীব্রতা থাকবে না।
    আগামীকাল সূর্যদয় :সকাল ০৬:২৭ মিনিটে (ঢাকা)
    সূর্যাস্ত : সন্ধা ০৫:১২ মিনিটে (ঢাকা)।