বাংলাদেশ মেইলঃ সন্ত্রাস, মৌলবাদ, সাম্প্রদায়িক জঙ্গীবাদ ও বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ।
কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি লুৎফুল এহ্ছান শাহ্ এর নেতৃত্বে মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে আগ্রবাদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাহ্ফুজুর রহমান চৌধুরী, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন ও ফখরুল ইসলাম। এছাড়াও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতা ফখরুল রুবেল, মোরশেদ ইমন মেহেদী, নাহিদ মুন্না, আরিফুল আলম আলভি, বিল্টু সেন, তারেক রহমান সজিব, নওশাদ বিন ইব্রাহিম সহ নেতৃবৃন্দ ।
সভায় কলেজ ছাত্রলীগ সভাপতি বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর ও অবমানকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তির দাবি জানান।