দুই করোনাযোদ্ধা আ জ ম নাছির উদ্দীন ও বিদ্যুৎ বডুয়াকে সংবর্ধনা দিল মুজিববর্ষ উদযাপন পরিষদ

বাংলাদেশ মেইল

 

জাতির সংকটময় সময় করোনাকালে মানবতার সেবায় অনন্য অবদানের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের নির্বাহী বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যৃুৎ বডুয়াকে সংবর্ধনা দিয়েছে মুজিববর্ষ উদযাপন পরিষদ বায়েজিদ থানা| এই উপলক্ষে আজ শেরশাহ কলোনি ডা মাজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়| সভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনার সংকটময় মুহুর্তে জাতি যখন জীবন মৃত্যুর দোলাচলে দিনাতিপাত করছে| দেশের মানুষ যখন করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়েছে| সেই সংকটময় মুহুর্তে নগরীর সকল শ্রেণী পেশাজীবীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে হাতে তুলে দিয়েছি | দিনরাত ঘুরে বেরিয়েছি ওয়ার্ড থেকে ওয়ার্ডে| পাশাপাশি নগর আওয়ামীলীগের পক্ষ থেকে তৃণমুল নেতাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছি| রাজনীতিবিদের মটো হচ্ছে মানুষের পাশে থাকা| মানুষের সুখে দুঃখে এগিয়ে আসাই রাজনীতির মূল মন্ত্র| মানুষ চিরদিন বেঁচে থাকে না| বেঁচে থাকে তার কর্ম|