চট্টগ্রামে পাওনা টাকা চাওয়াতে ব্যাংকারকে পিটিয়ে আহত,আটক হামলাকারী

     

    বাংলাদেশ মেইল———–

    চট্টগ্রাম নগরীর খুলশীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক ব্যাংকারকে পিটিয়ে আহত করেছে কয়েকজন যুবক। আহত আলী এরশাদ(৩৯)।

    শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে আটটায় ওয়াসার মোড় থেকে প্রধান আসামি রাঈদ আহমদ কোরাইশীকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

    আহতের বড় ভাই ইমাম জানান, রাঈদ আহমদ কোরাইশীর কাছ থেকে টাকা ফেরত চাইলে সে সোলাইমান শেঠের ছেলে ওজার শেঠসহ আর দুইজন মুখে রুমাল বেঁধে হামলা চালায়। আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।

    খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, আলী এরশাদের মাধ্যমে তার ঢাকার এক বন্ধু এবং তার কাছ থেকে বিভিন্ন সময়ে ১৪ লক্ষ টাকা ধার করে গ্রেপ্তারকৃত রাঈদ আহমদ কোরাইশী। পরে এই টাকা ফেরত চাইলে ঘোরাঘুরির এক পযার্য়ে খুলশী টাউন সেন্টারে গিয়ে রাঈদ আহমদ , ওজাইর শেঠ ও অজ্ঞাত নামা আরও দুইজন যুবক গতকাল বুধবার রাত ৮টার সময় আলী এরশাদের ওপর হামলা চালায়। এসময় রডের আঘাতে আলী এরশাদের বাম চোখে আঘাত লাগে। তিনি এখন পাহাড়তলী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত এরশাদের পক্ষ থেকে তার বড় ভাই আলী ইমাম আজ থানায় মামলা করলে আমরা অভিযান চালিয়ে আসামি রাঈদ আহমদ কোরাইশীকে ওয়াসার মোড় থেকে আটক করি।