নিলুফা ইয়াসমিন জয়িতা’র লেখনিতে বিষন্ন বিকেল

    বিষন্ন বিকেল

    অনেকদিন লিখা হ্য় না কিছুই
    অনেকদিন বলা হয় না কিছুই
    অব্যক্ত অবলোকনে কেবলই অভিমান দেখি ।
    খুউব করে ভুলে যেতে চাই
    চিরায়ত দেনা পাওনার হালখাতা
    দোষারূপের নীল সাগর পাড়ি শেষে দেখি।
    এসো হাত ধরো
    বিষন্নতার বিকেল ধরে হেঁটে চলি
    অন্তিম সময়ের কাছে অফুরান ভালবাসায়..॥