বাংলাদেশ মেইল
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এই সময় তাদের কাছ থেকে ৬৬০ পিস ইয়াবা, ৭২ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
আটক চারজন হলো- মো. নান্নু প্রকাশ আলমগীর (৫৮), মো. রাসেল (২৭), মোহাম্মদ ইউনুস (৫০), সানি হোসেন (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান,এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক ৪ জনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।