ভ্যাকসিনের পূর্বশর্ত মাস্ক পড়ে সুস্থ থাকা : ডা. বিদ্যুৎ বড়ুয়া

    বাংলাদেশ মেইল ::

    ভ্যাকসিনের পূর্ব শর্ত মাস্ক পড়ে সুস্থ থাকা-বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।

    তিনি বলেন, করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাস্ক-এর বিকল্প নেই। মাস্ক পরে সুস্থ থাকলেই কেবল ভ্যাকসিন দিতে পারবো।

    মঙ্গলবার (৫ জানুয়ারি) নির্বানা বৌদ্ধ মৈত্রী সংগঠন-এর উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচির ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত পথ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। এই পথ সভা চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু।

    এছাড়াও চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো.ইমতিয়াজ বাবলা, ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.সালাউদ্দিন বাবর, ব্যারিস্টার কলেজ ছাত্র-সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য সাজিবুল ইসলাম সজিব এবং ‘নির্বানা’ বৌদ্ধ মৈত্রী’ সংগঠনের উপদেষ্টা সৌরেন বড়ুয়া এবং সংগঠনের সদস্যবৃন্দ।