বাংলাদেশ মেইল———
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন,মো. মকসুদুল করিম (২৬), মো. আব্দুল হান্নান (২৫) ও মো. আরিফ (৩০)।
শুক্রবার ( ৮ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে এই তিন যুবককে আটক করার বিষয়টি আজ শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহণে ব্যবহৃত ১টি গাড়ি জব্দ করা হয়েছে।