বাংলাদেশ মেইল ::
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডাঃ বিদ্যুৎ বডুয়া বলেছেন, দেশের যে কোন সংকটে মানবিক মানুষরাই দেশকে সংকট কাটিয়ে উঠতে দিক নির্দেশনা দিতে পারে। করোনা মহামারীতে দেশের আনাচে কানাচে এমন সব মানবিক মানুষের দেখা মিলেছে।
শনিবার রাউজানের নোয়াপাড়ায আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্পে এসব কথা বলেন তিনি।
পুরো আয়োজনের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন রাউজানের কৃতি সন্তান তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
এসময় ফারাজ করিম বলেন, হোম হসপিটাল নগরে রোগীদের সেবা নিশ্চিত করেছে যেমন -তেমনি সাধারণ হত দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা নিচ্চিত কল্পে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে ঔষধ, মাস্ক ও খাবারের পাশাপাশি ফ্রি চিকিৎসা প্রদান করলো রাউজানের নোয়াপাড়ায আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে।
ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প আয়োজনে সহযোগিতায় ছিলো- চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ,এলবিয়ন গ্রূপ , এস্কেইপ , রোটারি ক্লাব চিটাগং প্রাইম ও সেন্ট্রাল বয়েজ অফ রাউজান।