বাংলাদেশ মেইল———
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা মিস্ত্রি পুকুর পাড় এলাকার মসজিদের পুকুর থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।
নিহতের নাম মোহাম্মদ কবিরের (৪৯)।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর এলাকায়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোহাম্মদ কবির সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে পুকুরে গোসল করতে গেলে নিখোঁজ হন। রাত ২টার দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
সকালে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালাতেন। মৃগী রোগ থাকায় তিনি পুকুরে ডুবে যান।