প্রতিটি ছাত্রলীগ কর্মীর হৃদয়ে থাকে বঙ্গবন্ধু

    বাংলাদেশ মেইলঃ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার লক্ষ্যে নগরীর রিমা কনভেনশন সেন্টারে ছাত্রলীগের করণীয় শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু’র সভাপতিত্বে এবং জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের ছাত্রলীগের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন ৬২ এর শিক্ষা আন্দোলনের নেতা আবু সালেহ চৌধুরী ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ( ১৯৭০-৭২) আবদুল্লাহ আল হারুন।

    উক্ত আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের এমপি মোসলেম উদ্দীন আহমেদ, শেখ মোঃ ইসহাক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইউনূচ, শফর আলী, মফিজুর রহমান চৌধুরী, এম. আর আজিম ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন।

    বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামকে খুবই বিশ্বাস করতেন বলেই তাঁর ছয় দফা কর্মসূচি এই চট্টলার লালদিঘী ময়দান থেকেই প্রচারণা শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর মত তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও চট্টগ্রাম বাসীকে বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছেন এবং দিচ্ছেন যার বড় প্রমাণ বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় দু’টি প্রকল্পের একটি আমাদের চট্টগ্রামেই কর্ণফুলী টানেল ! এছাড়াও ছাত্রলীগকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আওয়ামীলীগের নেতারা বেঈমানী করলেও ছাত্রলীগ কখনো বেঈমানী করেনি কারণ বাংলাদেশের ইতিহাসই ছাত্রলীগের ইতিহাস।

    এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উত্তর জেলার সভাপতি তানভীর হোসেন তপু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, ইয়াছিন আরাফাত কচি, নাঈম রনি, নোমান চৌধুরী, রাহুল বড়ুয়া, শাহীন মোল্লা, আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, সুজন বর্মণ, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য মিয়া মোঃ জুলফিকার, উপ সম্পাদক, বোরহান উদ্দীন ফরহাদ,আবু হানিফ রিয়াদ, শরীফুল ইসলাম আদনান, শেখ সরফুদ্দীন সৌরভ, সহ সম্পাদক কাউছার মোঃ রাজু, ইফতেখার রুপু, সাব্বির সাকির, আব্দুল মান্নান রুবেল, শুভ ঘোষ, সদস্য আব্দুল গনি রিপন, ইমরান আহমেদ শাওন, শেখর দাশ, মমসাদ হোসেন, মিজানুর রহমান মিজান, ইমাম উদ্দিন, আবুর কালাম আজাদ, নাজমুল আলম, আরাফাত রুবেল, আরমান হোসেন সুজনসহ চাঁন্দগাও, বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, আকবর শাহ্ থানা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড কলেজ নেতৃবৃন্দ।