লাভু নাকি মিন্টু?
    ১৭ নং চকবাজার ওয়ার্ডে কে হবেন নতুন কাউন্সিলর

    রানা নাহা, বাংলাদেশ মেইল ::

    ভোটের দিন যত কাছে আসছে প্রচারণা তত জোরদার হচ্ছে।জনসংযোগ ,নির্বাচনী গান ,মাইকিং ,পোস্টার ব্যানারে ছেয়ে যাওয়া চট্টগ্রাম এখন উৎসবের নগরী। পাড়া মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার বিষয় এখন শুধু নির্বাচন।ইতোমধ্যে নির্বাচনী প্রচারণাকে ঘিরে দুয়েকটা অনাকাঙিত ঘটনায় প্রার্থীসহ ভোটারদের মাঝে শংকা বিরাজ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডের  ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড গুরুত্বপূর্ণ একটি এলাকা।
    চট্টগ্রামের শিক্ষাপাড়া হিসেবে পরিচিত ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড।এখানে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্টান ছাড়াও রয়েছে তিন শতাধিক কোচিং সেন্টার ,হোস্টেল,ল্যাব, ক্লিনিকসহ নানামুখী প্রতিষ্টান। এ ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ,জলাবদ্ধতা কিশোর গ্যাং,অপ্রশস্ত রাস্তাসহ চিহ্নিত বেশকিছু সংকট।প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে স্থান পেয়েছে এ বিষয়গুলো,সমাধানে পরিকল্পনার।  নানা কথাও বলছেন তারা।নির্বাচনকে ঘিরে প্রচারণার শুরুর দিকে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে দেখা গেছে এখানে। তবে সেটি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সাথে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে।

    এ ওয়ার্ডে সরকার দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন বিগত মেয়াদে ৬ বারের নির্বাচিত সদ্য সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এবং বিএনপি মনোনীত প্রার্থী হয়ে লড়ছেন একেএম সালাউদ্দিন কাউসার লাভু। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ দেলাওয়ার হোসেন ফরহাদ।

    এ ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর মিন্টু বলেন, জনগণের ভালোবাসা অর্জন করাই জনসেবকের মূখ্য কাজ।সর্বস্তরের মানুষের কাছে তাদের একজন হয়ে নিরলসভাবে এলাকার সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন  জানান তিনি।

    চকবাজার ওয়ার্ডের সাথে পার্শ্ববর্তী ওয়ার্ডের উন্নয়নচিত্রের তুলনামূলক ব্যবধান তুলে ধরেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সালাউদ্দিন কায়সার লাভু । এলাকার কাংখিত পরিবর্তনের জন্য যোগ্য প্রতিনিধিকে বেছে নেবে বলে আশাবাদী তিনি।

    একেএম সালাউদ্দিন কাউসার লাভু বলেনমা দক,সন্ত্রাস,চাঁদাবাজ,যানজটমুক্ত,শিক্ষাবান্ধব নিরাপদ ও আধুনিক চকবাজার গড়ে তুলতে আমি জনগণের কাছে সুযোগ চাই। এই এলাকা চট্টগ্রাম শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষানগরী। এখানে কিশোর গ্যাং মাদকের সমস্যা রয়েছে। অন্য ওয়ার্ড থেকে  গুরুত্বের দিক থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে চকবাজার। আমি পিছিয়ে পড়া উন্নয়নের ধারাকে গতিশীল করতে চাই।

    নিজের বাবার রাজনৈতিক ঐতিহ্যের কথা বলে আধুনিক চকবাজারের স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বন্চিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দেলাওয়ার হোসেন ফরহাদও।

    কয়েকজন সাধারন ভোটারের সাথে কথা বলে জানা যায়,  সাবেক কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু বেশ জনপ্রিয় হলেও এ এলাকার সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন বার বার। মিন্টুর বয়সের কারনে নতুন কাউন্সিলর হিসেবে দেখতে চান স্থানীয়রা। বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালাউদ্দিন কায়সার লাভু মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    লড়াই মুলত সালাউদ্দিন কায়সার  লাভু ও গোলাম হায়দার  মিন্টুর মধ্যেই হবে এমনটা জানালেন কয়েকজন ভোটার। শেষ পর্যন্ত মিন্টু সপ্তম বারের মতো বিজয়ী হবার রেকর্ড করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।