বাংলাদেশ মেইলঃঃ
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত ওষুধের দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।
প্রতিষ্ঠানগুলো হলো ইসলামিয়া ফার্মেসি, পুস্প মেডিকো, ও আনোয়ারা ভেটেরিনারি।
রোববার (৩১ জানুয়ারী) দুপুরে চাতরী চৌহমুনী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী,চট্রগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।
এ সময় ইসলামিয়া ফার্মেসিকে ২০ হাজার, পুস্প মেডিকোকে ১৫ হাজার , ও আনোয়ারা ভেটেরিনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অভিযোগে ৩টি প্রতিষ্টানকে এ জরিমানা করা হয়। ঔষধের গুণগত মানের দিকে লক্ষ্য রেখে এবং ঔষধ প্রশাসনের নিয়ম বহিভূত ভাবে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে সর্তক করেন।