বাংলাদেশ মেইলঃঃ
চন্দনাইশ বাগিছাহাট ও কাঞ্চননগর এলাকায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ইটভাটা দুটি হচ্ছে (CBM), (KBM)। আজ দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই ৪টি ইটভাটা গুড়িঁয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আলমঙ্গীরের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: নুরুউল্লাহ নুরী, র্যাব -৭র ডিএডি মো: রুপা মিয়া, ফায়ার সার্ভিসের একটি ইউনিট, চন্দনাইশ খানা পুলিশের টিম সহ ভাটা মালিকগন উপস্থিত ছিলেন।
এসব ইটভাটা গুলো হলে হাশিমপুর বটতল সংলগ্ন খাজা ব্রিক,টু বিএম, কাঞ্চননগর সিবিএম, কেবিএম। গত ৩১ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের লোকজন চন্দনাইশের ইটভায় অভিযান চালিয়ে ১৬ ভাটা থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২৩লাখ টাকা জরিমানা করেছিল।
এসময় এসব ভাটা বন্ধ করে দেওয়ার জন্য ভাটা মালিকদের সাথে ২মাসের একটি চুক্তি হয়। কিন্তু আজ হাঠাৎকরে মেয়াদ শেষ না হতেই পরিবেশ অধিদপ্তর অভিযান চালানো। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান মালিক সমিতির সভাপতি সাবেক উপজেলার পর্ষদ ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা