বাংলাদেশ মেইলঃ
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাম্বুরি পার্ক সংলগ্ন মা ও শিশু হাসপাতালের আগে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. হোসেন (৩৫), নাজমুল ইসলাম (৩০), মো. রিজভি (৩৫) ও দিলীপ (৫৫)।
এদেরমধ্যে দিলীপের অবস্থা গুরুতর হওয়া চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের টেলিফোন অপারেটর নাজমা আকতার বলেন, দুপুর আড়াইটার দিকে ওই চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদেরমধ্যে দিলীপ নামে একজন মাথায় মারাত্মকভাবে জখম হয়েছেন।
তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাম্বুরি পার্ক সংলগ্ন মেডিসিন ফার্মেসির সামনের সড়কে একটি রিকশাকে পেছন দিক দিয়ে প্রাইভেটকার ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে রিকশাচালকসহ ওই চারজন আহত হন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবুও ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।