বাংলাদেশ মেইলঃঃ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের দেহে। তবে এ সময়ে কেউ মারা যায়নি। আক্রান্তদের মধ্যে ৭৪ জন নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ১০৯ জনে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৭০ জন।
চট্টগ্রাম মহানগর ও উপজেলায় মঙ্গলবার পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন।