বাংলাদেশ মেইলঃঃ
চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় লাল ত্রিপুরা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
লাল ত্রিপুরা খাগড়াছড়ির গোলাবাড়ী ইউনিয়নের মহালছড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা (থ্রি হুইলার) মাটিরাঙ্গার দিকে যাচ্ছিল।
পথে মাটিরাঙ্গার আনসার ক্যাম্প এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রাটির ধাক্কা লাগে। এসময় মাহিন্দ্রা থেকে ছিটকে পড়ে কম্পিত লাল ত্রিপুরার মৃত্যু হয়।
মাহিন্দ্রায় থাকা সবাই বাইল্লাছড়ি নামক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলেও জানায় পুলিশ।
মাটিরাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: শাহনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়ছে।