বাংলাদেশ মেইলঃঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত দুইজন হলেন- রিনা (২০) ও ছানোয়ারা (৩০)।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আদম আলী বাংলাদেশ মেইলকে বলেন, চট্টগ্রামমুখি মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।