মৃত্যু কাম্য নয়, সেটাকে ঘিরে বিশৃঙ্খলাও কাঙ্ক্ষিত নয়: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ মেইল ::

    কারো মৃত্যু কাম্য নয়, তবে সেটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাও কাঙ্ক্ষিত নয়। লেখক মোশতাকের মৃত্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কেউ যাতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বা দেশের ক্ষতি করতে না পরে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

    এর আগে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বাংলাদেশের এ অর্জনকে দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বলেন, এই প্রজন্ম বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।

    আরেক প্রশ্নের জবাবে আল জাজিরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটা চ্যানেল কী বললো না বললো তাতে কিছু আসে যায় না, দেশের মানুষই বিচার করবে কোনটা সঠিক।