চট্টগ্রাম মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    বাংলাদেশ মেইল ::

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নৈরাজ্য ধ্বংসস্মক কার্যকলাপ হরতালরিরোধী এক বিক্ষোভ মিছিল দারুল ফজল মার্কেট দলীয় হতে শুরু হয়ে নগরীর গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে নিউ মার্কেট শহীদ তবারক চত্বরে এসে নগর যুবলীগের সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও নগর যুবলীগ এর সদস্য নঈম উদ্দীন খানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
    সভায় বক্তব্য রাখনে, মহানগর যুবলীগ সদস্য এভভেকেট আরশাদ হোসেন আসাদ,তানভীর আহমেদ রিংকু, তারেক ইমতিয়াজ ইমতু,ওহিদুল আলম শিমুল,তাজ উদ্দীন রিজভী, সাইফুদ্দীন আহমেদ,মাসুদ আকবরী,এডভোকেট কাযসার,ইসতেহার উদ্দীন পারভেজ,সাহেদ হোসেন টিটু,ফজলে হাসান চৌধুরী, সুমন চৌধুরী, সাইফুল আলম লিমন,মোঃকামরুজ্জামান,জাহাঙ্গীর আলম,এস,এম নাছির উদ্দীন, আতিকুর রহমান, আরিফ মাঈনুদ্দীন,শহীদুল আলম মিন্টু,এডভোকেট টিপুশীল জয়দেব,মাকসুদুর রহমান মাসুদ,জাফর আলম রবিন,সৈয়দ মোঃমহসিন,রাশেদুল ইসলাম,মাহবুব মোর্শেদ বিপুল,কামরুল,মিন্টু, রিপন বিশ্বাস, শফিকুর রহমান তাপস,কাইয়ুম মাহমুদ,ইকবাল হোসেন জুয়েল,মাহবুবুল আলম,সজীব আনোয়ার ইভান প্রমুখ।
    সমাবেশে বক্তরা বলেন,স্বাধীনতার সুবর্নজযন্তীর উৎসব অনুস্টান দেখে স্বাধীনতা পরাজিত শক্তির মাথাব্যাথা।
    পরাজিত সব অপশক্তি এক হয়ে দেশ ব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়নের অগ্রয়াএাকে রোধ করতে চায়।কোন অপশক্তি শেখ হাসিনার চলার পদকে রোধ করার ক্ষমতা নেয।বক্তরা আরো বলেন ধর্মীয় গোষ্ঠী কে উস্কানি দিযে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত একটি বিশেষ মহল।বাংলাদেশর মানুষ ধর্মভীরু।তার মানে এই নয যে,ধর্ম ব্যবসায়ীরা যা বলবে তা বিশ্বাস করবেন।ফতোয়াবাজরা ইসলামের হেফাজত বাদ দিয়ে এজেন্ট বাস্তবায়নে কাজ করছে হেফাজত ইসলাম বাংলাদেশ।