বিপুল সংখ্যক লাঠি ও মশাল উদ্ধার
    চান্দগাঁও’র ঘিরে রাখা বাড়িতে মিলেছে বোমা সদৃশ বস্তু

    বাংলাদেশ মেইল ::

    চান্দগাঁও এলাকায় পুলিশের ঘিরে রাখা বাড়িটিতে শেষ পর্যন্ত বোমা সদৃশ বস্তু ছাড়া কিছুই মেলেনি। বিস্ফোরক থাকতে পারে এমন আশংকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।

    পুলিশের বোমা ডিসপোসল ইউনিট বাড়িটির ৩য় তলা থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে। বোমা সেটি প্রকৃত বোমা নয় বলে জানিয়েছে পুলিশ সুত্র।

    এর আগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন বসুধা বিল্ডার্স নামে একটি ডেভালাপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন ঘেরাও করে ভবনটির ভীতরে তল্লাশী চালিয়ে বিপুল  সংখ্যক লাঠি ও মশাল উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এ ঘটনার পর পুলিশ  ভবনটি ঘেরাও করে রাখে । পুলিশের বোমা ডিসপোসাল টিমকে খবর দেয়া হয়।

    রাত দশটার দিকে পুলিশের বোমা ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে পৌছে তল্লাশি চালায়।

    সিএমপির চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য এসব প্রস্তুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আপাতত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুরো অভিযানের বিস্তারিত আগামীকাল জানানো হবে।