পটিয়ায় হেফাজতের ৭শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

    বাংলাদেশ মেইল ::

    পটিয়া থানায় হেফাজতের ৭শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বাদি হয়ে এই মামলাটি করেন।
    গত ২৬ মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় হেফাজতের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে একপর্যায়ে থানার সিকিউরিটির রুমের গ্লাস ও লাইট ভাঙচুর করে। একইদিন হিন্দু সম্প্রদায়ের থানার মোড়ের গৌরাঙ্গ নিকেতন ও মুন্সেফ বাজার কালী মন্দিরে তারা ঢিল ছোঁড়ে।
    হাটহাজারীতে পুলিশ ও হেফাজতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসার কয়েক হাজার ছাত্র লাঠিসোঁটা নিয়ে গত ২৬ মার্চ বিক্ষোভ মিছিল করে। মিছিলের এক পর্যায়ে তারা থানার গ্লাস ও লাইট ভাঙচুর করে। এ ঘটনার একদিন পর হরতালেও লাঠিসোঁটা নিয়ে সড়ক ও রেলপথ দখল করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
    পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, আন্দোলনের নামে হেফাজত পটিয়া থানায় ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত হেফাজতের নেতাকর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

    বিএম/মহি