বাগেরহাটে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১৫

    বাংলাদেশ মেইল ::

    বাগেরহাটে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত অস্ত্রের মধ্যে সাবেক ইউপি চেয়াম্যান তরফদার মকবুল হোসেনের লাইসেন্সকৃত একটি দোনালা বন্দুক ও ১৬ রাউন্ড গুলি। বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার সজিব তরফদার ও ইউপি মেম্বর প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ডেমা ইউনয়নের সাবেক চেয়ারম্যান মকবুল তরফদার (৭১), তার মেয়ে মাকসুদা তরফদার (৩৫), পারভেজ তরফদার (১৮) ও জসি মল্লিক (২৬)।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করা হয়। এদিকে গুলিবিদ্ধদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাফিন মাহমুদ বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।