প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় লোহাগাড়ায় ইটভাটা মালিক ও শ্রমিকদের মানববন্ধন কাল

    বাংলাদেশ মেইলঃঃ

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইট প্রস্তুতকারী মালিক, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও শিল্পের আওতাভুক্ত বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছে লোহাগাড়া উপজেলা ইট প্রস্তুতকারী সমিতি ও শ্রমিকরা।

    আগামীকাল ২মার্চ সকাল ১০টায় লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি হবে

    উক্ত মানববন্ধনকে সফল করতে ১মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার বটতলী মোটর ষ্টেশনস্থ সমিতির হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার কোম্পানি।

    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানী, যুগ্ন সাধারণ সম্পাদক মুুহাম্মদ নুরুল আলম জিকু, ব্যবসায়ী মাস্টার সৈয়দ আহমদ, নুরুল আলম প্রকাশ বাহাদুর কোম্পানী, জাহাঙ্গীর আলম কোম্পানী,মুুহাম্মদ জসিম উদ্দিন কোম্পানী, মুুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানী, মুুহাম্মদ গিয়াস উদ্দিন কোম্পানী, মুুহাম্মদ মনজুর আলম কোম্পানী, দেরাজ মেম্বার কোম্পানী সহ অনেকেই।

    উক্ত মানববন্ধনে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দরা।