স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজে সেজেছে লন্ডন

    বাংলাদেশ মেইল ::

    বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লাল সবুজে সাজিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে লন্ডন। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ছাড়াও লন্ডনের বিভিন্ন এলাকায় লাল সবুজের নান্দনিক  আলোক সজ্জা করা হয়েছে।

    বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার  সন্ধ্যা সাড়ে ছটা থেকে মধ্য রাত পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে লাল সবুজ আলোয় সজ্জিত করা হয়েছে  বৃটেনের সেরা আইকনিক স্থাপনা ‘লন্ডন আই’।

    টেমস নদীর তীরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম চাকা স্থাপনায় এ যৌথ উদ্যোগ নিয়েছে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’ (বিবিপিআই) ও ‘লাস্টমিনিট ডটকম লন্ডন আই’।

    এছাড়া হাইকমিশনার ও টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস সকালে ‘বাংলা টাউন’ নামে খ্যাত পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে লন্ডনে নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উদযাাপনের শুভ সূচনা করেন।

    সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন ভবনকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

    যুক্তরাজ্যের রাজকীয় গির্জা ‘ওয়েস্ট মিনস্টার অ্যাবে’-র শীর্ষে  উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা।