করোনা আতঙ্কে শেয়ার বাজারে বড় ধরনের দরপতন

    বাংলাদেশ মেইল ::

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমেছে। ডিএসই প্রধান সূচক ৩ মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে।

    বাজার সংশ্লিষ্টরা বলেন, করোনা ছাড়া বাজার পতনের অন্য কোনো কারণ নাই। সরকার ইতিমধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা জারি করা হয়েছে, বিনিয়োগকারীদের সে অনুযায়ী মেনে চলা উচিত। তাদের মতে, করোনা প্রকোপের কারণেই এমনটি হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১৮ দফা নির্দেশনা জারির পর পুঁজিবাজারে দরপতন হয়েছে সব খাতে।

    লেনদেন আবার স্থগিত হবে-এমন কথা বিনিয়োগকারীদের মধ্যে আবার ছড়িয়েছে। এ কারণে শেয়ার বিক্রি করে দিয়ে হাতে নগদ টাকা রেখে দিতে চাইছেন বহুজন।

    জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৮.১৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ৩ মাস ৭ দিন বা ৬৫ কার্যদিবসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এর আগে ২০২০ সালের ২৪ ডিসেম্বর সূচকটি আজকের চেয়ে নিচে অবস্থান করছিল। অর্থাৎ ওই দিন সূচকটি ৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছিল।