সরকার শুধু ভুল সিদ্ধান্ত নিয়েছে: মির্জা ফখরুল

    করোনা নিয়ন্ত্রণে সরকারকে বিএনপির

    বাংলাদেশ মেইল ::

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যে, সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই জনগণ টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

    আজ সোমবার (২৬ এপ্রিল) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

    মির্জা ফখরুল বলেন, ‘বৈশ্বিক মহামারি, এত বড় একটা বিপর্যয়, এই বিপর্যয়ের মধ্যে সরকার শুধু ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্তগুলোর পেছনে তাদের আর্থিক সম্পর্ক রয়েছে। এই ভুল সিদ্ধান্তগুলোর জন্যই জনগণ এখন টিকা পাচ্ছে না। ফলে তারা আরও ঝুঁকির মধ্যে পড়ছে। এটা একটা অপরাধমূলক কাজ। এই অপরাধমূলক কাজের জন্য তাদেরকে (সরকার) বিচারের সম্মুখীন হতে হবে ভবিষ্যতে।’

    তিনি আরও বলেন, ‘কোভিদ-১৯ ভ্যাকসিন নিয়ে আমরা বহুবার কথা বলেছি। সরকার তখন কোনো কর্ণপাতই করেনি। আমরা তখনই বলেছিলাম যে, শুধুমাত্র ভারত থেকে ভ্যাকসিন না নিয়ে আরও কয়েকটি দেশের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহের ব্যবস্থা নেয়া হোক।’

    মির্জা ফখরুল বলেন, ‘সরকারের চরম ব্যর্থতা। বাংলাদেশ করোনা খাতে জিডিপির এক দশমিক তিন শতাংশ ব্যয় করছে। আফগানিস্তানও জিডিপির ২% এর উপরে ব্যয় করছে। এটাকে কী বলে? এটা বলে যে সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা তাদের সম্পদ বৃদ্ধি করছে, তারা বিভিন্ন দেশে বাইরে বাড়ি-ঘর তৈরি করছে।’