হালদায় অভিযান চালিয়ে দুই হাজার মিটার জাল জব্দ 

    বাংলাদেশ মেইল ::

    প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদা নদীতে  উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২০০০ মিটার জাল জব্দ  করা হয়েছে।

    চলতি এপ্রিল মাস থেকেই হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও তৎপর রয়েছে।

    বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় মঙ্গলবার  সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুহুল আমীন।

    সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ২০০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।এছাড়াও হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টর অকেজো করা হয়েছে।