দূর্নীতির অভিযোগে বাফুফের অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা

    বাংলাদেশ মেইল ::

    দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেয়া সকল প্রকার আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর বিপরীতে বাফুফের কাছে কিছু কাগজ চেয়েছে সংস্থাটি। বেশকিছুদিন আগে ঘটনাটি ঘটলেও বার বার তা অস্বীকার করে আসছিলেন বাফুফে সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে শেষ পর্যন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘ফিফা আমাদের আর্থিক হিসেবে গড়মিল খুঁজে পেয়েছে। তাই অনুদান বন্ধ রয়েছে। ফিফার সাথে আমাদের এই বিষয়ে মঙ্গলবার সভা রয়েছে। মঙ্গলবারের সভার পরেই মূলত এই বিষয়ে স্পষ্ট করে বলা যাবে।’
    ফিফা বাফুফের হিসাবে যে গড়মিল খুঁজে পেয়েছে এজন্য চীফ ফিনানশিয়াল অফিসার আবু হোসেনকে দায়ী করেছেন আব্দুস সালাম মুর্শেদী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সিএফওর কাজে মোটেও খুশি না।